লিমেরিক : দুর্বিষহ

বন্যার জল পচে কালো তৈরি মশার আঁতুড়ঘর
দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত যন্ত্রণাভোগ নিরন্তর।
নয় নম্বর ওয়ার্ড এটা
'যত কষ্ট আপনি মেটা'
এটাই কি চায় কাউন্সিলর এদিকে তাই নেই নজর।

© অজিত কুমার কর