জেগো না অরুণ
অজিত কুমার কর
ফুরোলে নবমী নিশি যাবে কৈলাসে
বিষাদে কাটবে দিন উবে যাবে হাসি
ঘুরেছি কদিন বেশ কত মন্ডপে
বাজলো করুণ সুরে বিদায়ের বাঁশি।
অনাথ হয়েছি আমি বহুদিন আগে
বোধনের দিন থেকে মা কে কাছে পাই
ভেসে ওঠে বারবার জননীর মুখ
এই ক'টাদিন পাই মা'র কোলে ঠাঁই।
তাইতো চাই না আমি ফুরোক এ রাত
কেটে যাক জীবনের বাকিটা সময়
অরুণ, ওঠো না তুমি আড়ালেই থাক
তোমার আঁখি কে আমি পাই বড় ভয়।
স্বজন হারানো ব্যথা কুরে কুরে খায়
হারাতে চাই না মা কে এ জীবনে আর
হাসিটা নিয়ো না কেড়ে মিনতি এটাই
পূরণ করতে পার বাসনা আমার।
শুধু আমি একা নয় এমন অনেক
ছড়িয়ে ছিটিয়ে আছে, এই পৃথিবীতে
দুখেই জীবন কাটে ঝরে আঁখিজল
আকাশে ঘুমিয়ে থাকো আমাদের হিতে।
© অজিত কুমার কর
ছবি : ঈশিতা দানা