যাও তাহলে উড়ে
অজিত কুমার কর
কদিন যাবত বন্ধ কেন
পাখির ডাকাডাকি
নীরবতার কারণ খুঁজি
যা পাই মনে রাখি।
আত্মবিশ্লেষণে নামি
কোথায় কোথায় ত্রুটি
এক দুই তিন সাজিয়ে রাখি
বিচ্ছেদের ভ্রুকুটি।
আর সব কাজ চলছে ঠিকই
উধাও মুখের হাসি
এভাবে আর কদিন চলে
বিষাদ সর্বনাশী।
পাখি যেমন আনন্দ পায়
মিশে আকাশ-নীলে
তাই কী পেতে আগ্রহী ও
র'বে না মঞ্জিলে?
রইলো খোলা জানলা কপাট
যাও তাহলে উড়ে
নেভাও আগুন জ্বলছে যেটা
তোমার হৃদয়জুড়ে।
© অজিত কুমার কর