যন্ত্রণায় কাহিল
তিলে তিলে বানায় ওরা গাছের ডালে চাক
ভাঙতে যেতেই হুল ফোটাল মোমাছি একঝাঁক।
মুখের আদল বদলে গেল
চুরি করার শাস্তি পেল
বরের অমন দশা দেখে গিন্নি হতবাক।
ঝাড়ুতেই সোজা
কোথায় যে পড়ে থাকে রাতভর খোঁজা
এমন মাতাল স্বামী গৃহিণীর বোঝা।
রাগ চেপে রাখা দায়
শাড়ি গুঁজে চাবকায়
মুড়ো ঝাঁটা ধরতেই বর হল সোজা।
© অজিত কুমার কর