জন্মদাত্রী কোন তারা
অজিত কুমার কর
মাতৃহারা হবার পরেই তুলে নিলাম একতারা
তারার ভিড়ে জন্মদাত্রী নীল আকাশের কোন তারা?
কে আমাকে চিনিয়ে দেবে নিদ্রাবিহীন কাটছে রাত
নদীর মতোই কপোল বেয়ে অবিশ্রান্ত জলধারা।
গান গাই আর ঘুরে বেড়াই নয়ন খোঁজে মায়ের মুখ
হতাশা আর বিষণ্ণতায় খাঁখাঁ করে আমার বুক
বলব কারে পাইনি খুঁজে সহমর্মী তেমন লোক
গান শুনিয়ে আনন্দ দিই কমে না তো আমার দুখ।
শ্রাবণ-মেঘের ঘনঘটা মুহুর্মুহু পড়ছে বাজ
দপ করে দীপ নিভে গেল একেবারে নিঃস্ব আজ।
বেরিয়ে এলো উচ্চরবে ভিতর থেকে আর্তনাদ
এক মুহূর্তে ভিখারি হই ধুলায় মলিন অঙ্গসাজ।
কেউ ডাকে না আর আমাকে থাকি ডাকার প্রতীক্ষায়
এভাবেই তো পল অনুপল ঘন্টা প্রহর দিন ফুরায়।
সব আনন্দ হারিয়ে গেছে সঙ্গী এখন কেবল দুখ
মায়ের কোলে মাথা রাখি বিপর্যস্ত এ মন চায়।
মরীচিকা হাতছানি দেয় বাড়ায় না তো তৃষায় জল
গভীর রাতে বাজতে শুনি মায়ের পায়ের রূপার মল।
চোখ মেলে যেই তাকাই আমি সাথেসাথেই নিরুদ্দেশ
নিঃসঙ্গতা গ্রাস করে সব ভেবে ভেবে হই বিহ্বল।
© অজিত কুমার কর