জানিয়ে দিয়ো কোথায় জল
অজিত কুমার কর
ও বুড়িমা বল এবার কোথায় আছে জল
জল না খেলে চেহারা কি থাকত অবিকল?
তোমার ডেরায় দুজন গেছে প্রজ্ঞান-বিক্রম
তথ্যগুলো ওদের দিলেই খাওয়াবে চমচম।
যৌবনে রূপসী ছিলে দেখেই বোঝা যায়
সাঁতার তুমি শিখেছিলে তখন দরিয়ায়।
প্রখর তাপে বাষ্পীভূত সাগরের সেই জল
ভরদুপুরে থাক কোথায় জ্বলে তো অনল।
দুই পাটিতে দাঁত দেখি না তবড়ে গেছে গাল
তবুও তোমার জোর কমেনি দেখছি কতকাল।
রোজ দেখি তো চরকা কাট একদম সক্ষম
ভেবে আমি কূল পাই না জোগাচ্ছে কে দম।
বরফ তুমি চিবাও নাকি চুষে চুষেই খাও
কেমন করে সহ্য কর ওসব তথ্য দাও।
খোলসা করে ব'লো ওদের রয়েছি উদগ্রীব
বিক্রমের পা যে জায়গাতে দেখতে পাবে শিব।
শিবশক্তি নাম দিয়েছে মন্ত্রী মহোদয়
জেনে গেছে বিশ্ববাসী স্থানের পরিচয়।
পাঠিয়েছি ওদের হাতেই একশো মিঠাপান
দিয়ো না গো হানি হতে ভারতের সম্মান।
© অজিত কুমার কর