জলাঞ্জলি আশা
অজিত কুমার কর
মগডালে আম টুকটুকে লাল
মন পড়ে না আর ঘরে
বসে আছি গাছের তলায়
কখন পড়ে টুপ করে।
ডাক দিল মা, ভাত খাবি আয়
অনিচ্ছাতেও যাই ছুটে
গোগ্রাসে খাই কয়েকমুঠো
পেট ভরেনি যাই উঠে।
আম গাছে নেই পুঁটির হাতে
জলাঞ্জলি সব আশা
ওর আনন্দ বাঁধনহারা
আমার মুখে নেই ভাষা।
© অজিত কুমার কর