লিমেরিক : যাচাই আতসকাচে

লাগবে না পণ পাত্র ভালো চাকরি করে কলকাতায়
কেমন পাত্র গিন্নি নিজেই নিয়োগপত্র দেখতে চায়।
গুমরে গুমরে ফুঁসছে রাগে
করবে যাচাই নিজেই আগে
আমতা-আমতা করছে ঘটক উত্তর সব জড়িয়ে যায়।



লিমেরিক : নকল ফুল

প্রেম নিবেদন করতে গেলে গোলাপ চাই-ই চাই
পৃথিবীর সব প্রেমিক জানে এর বিকল্প নাই।
কাগজের ফুল দিয়ে প্রপোজ
এক ঘুষিতে থাবড়াল নোজ
রক্ত মুছে বলে দাড়াও গোলাপ আনতে যাই।

© অজিত কুমার কর