ইঁদুর তখন বাঘ
কুরসিখানা পেয়ে গেলেই ইঁদুরও হয় তখন বাঘ
যারা দেশের অন্ন জোগায় তাদের প্রতি দেখায় রাগ।
মিথ্যা বলায় দক্ষ ভীষণ
মিষ্টিকথায় চালায় পীড়ন
কেসের মালা কারও গলায় কারও হাতে রক্ত-দাগ।
------
কোথায় শিষ্টাচার
ফল বেরোলেই বোঝা যাবে কুরসিখানা কার
সংখ্যাগরিষ্ঠতা পেলেই সন্দেহ নেই আর।
কিন্ত কজন জনহিতে
কর্ম করে হৃষ্টচিতে
কুরুচিকর ভাষণ ঝাড়ছে সভাতে বারবার।
© অজিত কুমার কর