ইচ্ছে করে উড়ে যেতে
অজিত কুমার কর
তাথই তাথই নেচে উঠি
শরৎঋতু এলে
উড়ে যেতে ইচ্ছে করে
শূন্যে ডানা মেলে।
প্রজাপতি গঙ্গাফড়িং
ওরা নিজেই ওড়ে
আমি চেষ্টা করলে কেন
তক্ষুনি যাই প'ড়ে?
পাখি হলেই ভালো হত
পেতাম জোড়া ডানা
উঠে যেত তাহলে সব
নিষেধ পরোয়ানা।
© অজিত কুমার কর