ইচ্ছাপূরণ করতে পারিনি
অজিত কুমার কর
যে গান শুনতে জন্মদাত্রী চেয়েছিল বারেবারে
আর কী বাসনা অন্তরে ছিল অজ্ঞাত রয়ে গেল
জানার চেষ্টা করিনি কখনও অমার্জনীয় ত্রুটি
শুধরে নেবার রাস্তা বন্ধ আবার শ্রাবণ এল।
ভুলত্রুটিগুলো কুরে কুরে খায় বিষাদে হৃদয় ভরে
যা করার ছিল সময়ে করিনি নেই কোনও অজুহাত
আমায় সুযোগ দেয়নি জননী কেন এত অভিমান
লোপ পেয়েছিল এক মঙ্গলে চেতনা অকস্মাৎ।
গ্রাস করেছিল আষ্টেপৃষ্ঠে চরম দরিদ্রতা
তাছাড়া হয়েছে উপর্যুপুরি নদীতে জলোচ্ছ্বাস
মাঠের ফসল নষ্ট হয়েছে ঘরটুকু শুধু টিকে
অবাক হবার কিচ্ছুটি নেই করোনা অবিশ্বাস।
চাল বাড়ন্ত কিন্ত পড়েছে ঘুনিতে প্রচুর মাছ
বাটি ভরা শুধু বিউলি সেদ্ধ খেয়েই কেটেছে দিন
এই দুর্দশা আজন্মকাল দিয়ে গেছে যন্ত্রণা
চারি দিকে জল রাস্তা বন্ধ মানুষ কর্মহীন।
কত যন্ত্রণা সহ্য করেছে করবে কে নিরসন
চাকুরিবিহীন লেখাপড়া জানা আমি এক সাবালক
ছয় বোন আমি ঠাকুমা ও দাদু সুবিশাল সংসার
বাবা কী করবে শুধু নিরবতা কলিজাটা ধকধক।
© অজিত কুমার কর