হৃদয় রাঙায় বসন্ত
অজিত কুমার কর
বসন্ত রং ছড়ালেও ফিকে হতে হয় না দেরি
টিকিয়ে রাখার কী কৌশল নেইকো জানা অনেকেরই।
বয়স একটা সংখ্যামাত্র হতেই পারো প্রবীণ তুমি
মরুদ্যানে জীবন পাবে হলেও তপ্ত মরুভূমি।
নাইবা রইলো ভালো বাসা থাকে যদি ভালোবাসা
তাহলে প্রেম মারবে উঁকি পূর্ণ হবে যা প্রত্যাশা।
ঘরের ভিতর বৃষ্টি পড়ে, ওখান থেকে চাঁদ দেখা যায়
ওসব অতি তুচ্ছ ব্যাপার জোৎস্না হয়ে ও হাত বাড়ায়।
পান্তা-পেঁয়াজ-কাঁচালংকা লালদোপাটি একটা শাড়ি
পেলে নাচবে কলকলাবে পর্ণকুটির তখন বাড়ি।
স্বর্গ তখন রয় না দূরে নেমে আসে এই মাটিতে
যা আছে সব উজাড় করে উভয়েই চায় ভরিয়ে দিতে।
অষ্টাদশী-অশীতিপর কেউ জানে না কখন আসে
যে কোনোদিন হতে পারে না জানিয়েই আসবে পাশে।
চলবে যখন শিরায় শিরায় রক্তধারায় অনুরণন
বুঝবে ওটাই মহেন্দ্রক্ষণ হবে তোমার স্বপ্ন পূরণ।
গ্রীষ্ম-বর্ষা-শরৎকেও মনে হবে বসন্তকাল
দেখতে পাবে পলাশ রঙে চমকলাগা দিগন্ত লাল।
তুমি তখন একটি ভ্রমর কিংবা রঙিন প্রজাপতি
ওদের মতোই মেলবে ডানা ডাকবে কুসুম লজ্জাবতী।
© অজিত কুমার কর