হল না উদঘাটন
অজিত কুমার কর
কারা এসেছিল সেদিন গভীর রাতে
ওদের আসার কথা তো তখন নয়
তারপর ঘটে চরম বিপর্যয়
সজ্জন হলে ঝাঁপাত তা আটকাতে।
কুকীর্তি ফাঁস হবার আশঙ্কায়
চরম আঘাত রাত্রে হানল যারা
অসৎ কর্মে ভীষণ দক্ষ তারা
কিন্তু ভদ্র-পোশাক তাদের গায়।
মনুষ্য নয় এটা পিশাচের কাজ
প্রকাশ পেল না তাদের কারুর নাম
ভাবেনি অভয়া এই হবে পরিণাম
দেশের মানুষ জবাব চাইছে আজ।
পুরো তদন্তে আগাগোড়া কারচুপি
জলের মতোই এটা তো পরিষ্কার
ওখানে জড়িত সরাসরি সরকার
আমজনতাকে পরাতে চাইছে টুপি।
বিচারের বাণী কেন বারবার নীরবে নিভৃতে কাঁদে
আইন কেবল প্রভাবশালী ও ধনীর কুক্ষিগত
কোর্টচত্তরে বাতাসে ধুলোয় প্রমাণ রয়েছে কত
আসল দোষীরা তাইতো পড়ে না ফাঁদে।
© অজিত কুমার কর