হল না পুণ্যস্নান
অজিত কুমার কর
বাঁচাও বাঁচাও কে আছো কোথায় আমি যে বাঁচতে চাই
কেউ কোত্থাও নাই!
মরিনি এখনও অচিরেই মরে যাব
অসহ্য এই যন্ত্রণা থেকে তবেই মুক্তি পাব।
নিজেকে বাঁচাতে ব্যস্ত সবাই ছোটাছুটি মাড়িয়েই
উঠে দাঁড়াবার ক্ষমতা আমার নেই।
ভ্রান্ত ধারণা পোষণ করেই এসেছি প্রয়াগরাজে
হারিয়ে গিয়েছি জনারণ্যের মাঝে।
এক ডুব দিলে ধুয়ে যাবে সব পাপ
প্রবল পৃষ্ঠচাপ।
পায়ের চাপেই হাড়গোড় চুরমার
দেহটি আমার অস্থিচর্ম সার।
ওদিকে কান্নাকাটি
জল বহু দূরে সারা গায়ে শুধু রাস্তার ধুলোমাটি।
হাসপাতালের মর্গে রয়েছি পড়ে
পাপ ধুয়ে গেলে স্বর্গে যেতাম ময়ূরপঙ্খী চড়ে।
© অজিত কুমার কর