হইহুল্লোড়ে চাপা পড়ে দীনের আর্তনাদ
অজিত কুমার কর
বিয়েবাড়ি হইহুল্লোড় আলোকের রোশনাই
অতিথিদের আনাগোনা বিপুল আয়োজন
আপ্যায়নে নেইকো ত্রুটি আমরা অভাজন
এদিকে কেউ দেয় না নজর একটু খাবার চাই।
ঘন্টাদুয়েক দাঁড়িয়েছিলাম ফিরে যাই এবার
আস্তাকুঁড়ে অঢেল খাবার বেঁধেছি গামছায়
অভুক্ত যে আরও দুজন জেগে আস্তানায়
খাবার দেখে ফুটল হাসি পেট পুরে আহার।
শুধুই ভাবি আপন মনে আমি কি মানুষ
আর পাঁচজন লোকের মতোই হাত-পা বিদ্যমান
দেখার জন্য চক্ষু আছে শোনার জন্য কান
কিন্তু ওরা কেমন মানুষ কোথায় ওদের হুশ!
ভিক্ষাবৃত্তি ললাটলিখন কেন এমন হয়
মৃত্যুর পর কোথায় ফেলে শ্মশানে নেই স্থান
সৃষ্টিকর্তা বড় নিষ্ঠুর দেখেও নীরব রয়।
আমাদের এই আর্তি ওড়ায় দক্ষিণা বাতাস
বিসমিল্লার সানাইবাদন বড়ই সুমধুর
খোশগল্পে অভ্যাগত সকলে মজবুর
কর্মকর্তার চোখেমুখে বিরক্তি একরাশ।
© অজিত কুমার কর