হিমের কশা
অজিত কুমার কর
উদ্ভিদ আর প্রাণীর কেবল উষ্ণতা দরকার
তাও আবার নয় সকলের, নির্জীবেরও নয়
তবুও তুমি দাও প্রথমেই শৃঙ্গকে উত্তাপ
কেন এমন একপেশে ভাব, ভাবলে কষ্ট হয়।
শৃঙ্গ যদি তাপ নে পেত গলত না বরফ
উচ্চতা ওর যেত বেড়ে, কে না বৃদ্ধি চায়
আমরা ভালোবাসার কাঙাল তোমার কৃপা চাই
তুমিই বল, এমন করে চাওয়া কী অন্যায়?
আমরা বড়ই দীনদরিদ্র চরম খাদ্যাভাব
গরম পোশাক পাব কোথায় পথের পাশে ঘর
শীত পড়েছে জাঁকিয়ে বেশ, উত্তুরে বাতাস
কেমন করে বাঁচব আমরা কাঁপছি যে থত্থর।
সকালেও রোদের আকাল ঢাকা তোমার মুখ
আগুন জ্বেলে শীতকে তাড়াই সে আর কতক্ষণ
দুর্বিসহ জীবনযাপন আমরা নিরুপায়
চাঁদ আলো পায় রাত্রিতেও জানি বিলক্ষণ।
গোধূলির রং মাখতে মাখতে ঘনায় অন্ধকার
ঘরের ভিতর জড়োসড়ো আঁচে গা গরম
চট চাপিয়ে রাত্রি কাটাই কখন ফুরোয় রাত
প্রাতঃকালে পরশ পেলে ভোগান্তি হয় কম।
© অজিত কুমার কর