হাতুড়ে ডাক্তার

হাতুড়ে হাতুড়ি মেরে কেড়ে নিতে পারে প্রাণ
জানলে পিছিয়ে যেয়ো সাবধান সাবধান!
গেলে পস্তাতে হবে
ভোগান্তি বেশি তবে
বেঘোরে জীবন যাবে অমোঘ মরণবাণ।


আমরা খেলেই কেলো

তোমরাও তো খেয়েদেয়ে ডাবের পানি গেলো
আমরা খেলেই বলতে থাকো এ যে কান্ড কেলো!
খেতে চাও তো পেড়ে দেব
ডাবপিছু মাছ ছপিস নেব
ছোবড়াও কি মাগনা মেলে গাঁটের কড়ি ফেলো।

© অজিত কুমার কর