হারিয়ে গেছি

আমি নিজেই হারিয়ে গেছি ফেবু-কবির ভিড়ে
হাত বাড়িয়ে সাহায্য চাই দেখে না কেউ ফিরে।
এ শর্মাকে চেনে না কেউ
ধাক্কা মারে সজোরে ঢেউ
বোধহয় আমি পারবো না আর ফিরতে নিজে নীড়ে।


কাব্যরসে ভেজাই চিড়ে

ধেই-ধেই-ধেই নৃত্য করি ফেবু-কবির ভিড়ে
একটুকুও জল লাগে না ভেজাই আমি চিড়ে।
ছড়ার গুঁড়ো মেশাই তাতে
গুড় রয়েছে কবিতাতে
সব কবিকে ভাগ করে দিই কাগজ ছিঁড়ে ছিঁড়ে।

© অজিত কুমার কর