হাইকু

এটাই স্বর্গ
ঊর্ধ্বগগনে নয়
দৃশ্য নিসর্গ। ১

যে কোনো ফুল
দিতে পারে আনন্দ
কেন ব্যাকুল? ২

যে সত্যান্বেষী
সে অত্যল্পে সন্তুষ্ট
চেয়ো না বেশি । ৩

পলাশ লাল
রজনিগন্ধা সাদা
তাল বেতাল। ৪

অন্তঃকরণ
তা দৃশ্যমান নয়
বিভ্রান্ত মন। ৫

সাদা না কালো
বিচার্য নয় রং
তবে কে ভালো? ৬

কোথায় সুখ
সহজে মেলে না তা
পেতে উৎসুক। ৭

তরঙ্গ নামে
চরণে প্রণিপাত
তবু কি থামে। ৮

ধারণা ভ্রান্ত
এ জীবন নশ্বর
মন অশান্ত। ৯

দূরদর্শিতা
যদি না থাকে কর
হার স্বীকার। ১০

© অজিত কুমার কর