গুরু দোষ লঘু দান
মেরেছে অনেক গোরু শেষে কিনা জুতা দান
অপরাধ দেবে ঢাকা কাটা ওর দুই কান।
যা-ছিল অন্তরালে
প্রকাশ সায়ংকালে
চারিদিকে ছি-ছি রব হানি মানসম্মান।
মদনখুড়োর নোবেল প্রাপ্তি
মদনখুড়ো পাবে এবার নোবেল পুরস্কার
নিত্যনতুন উদ্ভবনে দোসর মেলা ভার।
ব্যয়-সাশ্রয় যন্ত্রপাতি
উপকৃত মানবজাতি
নববর্ষে ডাক পড়েছে কী আনন্দ তাঁর!
© অজিত কুমার কর