গ্রামবাংলার মহোৎসব
অজিত কুমার কর
হেমন্তিকা বিদায় নিলেই
ঘটবে শীতের আবির্ভাব
আমনধানে ভরবে মরাই
মিটিয়ে দেবে সব অভাব।
ফসল তোলার সময় বলে
চাষিভাইদের নাই বিরাম
ধানকাটা ও ঝাড়ার জন্য
সারাটাদিন ঝরায় ঘাম।
ভেজান-ধান সিদ্ধ করে
শুকনো হ'তে দু'তিনদিন
ঢেঁকিতে ধান-ভানা হবে
কষ্ট হলেও ক্লান্তিহীন।
ঘরে ঘরে খুশির আমেজ
নতুন চালের গরম ভাত
মুখরোচক কত ব্যঞ্জন
মা-ঠাকুমা লাগায় হাত।
বারো মাসে তেরো পার্বণ
নবান্ন তো মহোৎসব
বাড়ির যারা বাইরে থাকে
ঘরে ফিরে আসবে সব।
পুলিপিঠা পায়েস হবে
পড়বে পাতে নলেনগুড়
মায়ের তৈরি ক্ষীরের মোয়া
লাগবেই খই কনকচূড়।
© অজিত কুমার কর