গৌরবান্বিত পঁচিশে বৈশাখ
অজিত কুমার কর

সাগৌরবে আবার এলো পঁচিশে বৈশাখ
কবি বোধহয় শুনতে পেলেন বঙ্গবাসীর ডাক
কবির হাতে একগোছা বই চারটে সহজপাঠ
সাজিয়েছি কবির ছবি ফুল দিয়ে ফিটফাট।

আকাশজুড়ে মেঘ জমেছে, গর্মিও নেই আর
বৃষ্টি যখন নামলো ঝেঁপে খোঁজ পড়ে নৌকার।
কেয়াপাতা কোথায় পাব বিলুপ্ত সেই বন
কলাখোলেই বানিয়ে ফেলি অগত্যা এখন।

কেতকী-জুঁই-টগর পেলাম বেশি অমলতাস
ও ফুল দিয়েই শ্রদ্ধাজ্ঞাপন নেই কোনও উচ্ছ্বাস।
দুটো নৌকা ভাসিয়ে দিলাম উঠোন 'পরেই জল
সুসজ্জিত পাতায় ফুলে, করেনি টলমল।

গঙ্গা জলেই গঙ্গা পূজা গীতবিতান প্রাণ
পরিবেশন করল সবাই কবির লেখা গান।
কবি থাকেন সবার সাথে বছর বারোমাস
চোখের সামনে ঘটল কবির সুদীপ্ত প্রকাশ।

ঝোড়ো হাওয়া কমিয়ে দিল বাতাসের উত্তাপ
রবীন্দ্রনাথ চিন্তনে যার পাপ ধুয়ে হয় সাফ ।
গন্ধরাজের মালা ছড়ায় সুবাস নিরন্তর
বুকভরে শ্বাস করলে গ্রহণ ভরে যায় অন্তর।

© অজিত কুমার কর