গৌরী এল ঘরে
অজিত কুমার কর
সবাই শাঁখে ফুঁ দে এবার
গৌরী এলো ঘরে
একটি বছর পরে
দুই ছেলে দুই মেয়ে নিয়ে
নামানা হাত ধরে।
ঘরের ভিতর আসন আছে
দে ওগুলো পেতে
লেবু জল দে খেতে
কদিন ধরে ভ্যাপসা গরম
আবহাওয়া স্যাঁতসেঁতে।
হাত-পাখা আন বাতাস দে-না
যাচ্ছে সবাই ঘেমে
'হাঁটতে হল নেমে'
গণেশ বলে, 'ভারী শরীর
এলাম থেমে থেমে'।
ঘরটা কেমন ভরে গেল
উমার আগমনে
হর্ষ সবার মনে
এইক'টা দিন কাটবে ভালোই
অমেয় নন্দনে।
নবমীরাত পোহাস না তুই
পোহালে সব ফাঁকা
মুখের দিকে তাকা
সব আনন্দ নিস না কেড়ে
ভুবন করবে খাঁ খাঁ।
© অজিত কুমার কর