গোধূলির রং ডানায় ডানায়
অজিত কুমার কর
গোধূলির রং ডানায় ডানায়
ফিরছে এখন আপন কুলায়
নীড় ছাড়ে ওরা প্রভাত হলেই
জানিনা আমরা কোথায় যে যায়।
শাখাপ্রশাখায় নেয় আশ্রয়
কোনও বলাকাই একেলা না রয়
সঙ্ঘবদ্ধ জীবন ওদের
রসদ জোগায় মাঠ জলাশয়।
অসীম ধৈর্য সব বলাকার
এক পা'য়ে খাড়া ধরবে খাবার
খপ করে ধরে নাগালে এলেই
সটান উদরে নাই নিস্তার।
কীটপতঙ্গ পছন্দ খুব
দিতে তো পারে না জলে ওরা ডুব
অল্প জলেই তাই ধরে মাছ
পারবে না কেউ বানাতে বেকুব।
খুঁজে নেয় জুড়ি পাতে সংসার
ছানাপালনের দায় দু'জনার
পড়ে থাকে নীড়ে জননীর মন
মুখে করে আনে ওদের খাবার।
ধুকপুক বুক একটুকু দম
উড়াল দেবেই হলে সক্ষম
এমন দৃশ্য নয়নাভিরাম
যেন সাদা মেঘ বড় মনোরম।
© অজিত কুমার কর