জ্ঞানার্জন স্পৃহা
অজিত কুমার কর
প্রত্যাশা খানখান
কী দোষ ছিল বল আমায় করলে অপমান।
জানি না, তাই না বলেছি
ওখানেই কী ভুল করেছি
হয়তো জানা উচিত ছিল, চরম অসম্মান
এমন কথা শোনার জন্য প্রস্তুত নয় কান।
সব দোষ আমার
এসে আমি ভুল করেছি, খোলাও ছিল দ্বার
বন্ধ দেখলে যেতাম ফিরে
ফিরছি এখন অশ্রুনীরে
অজ্ঞতাতেই জুটল আমার এমন তিরস্কার
নিজেকেই পথ খুঁজতে হবে করলে উপকার।
'কেউ জানে না সব
শিক্ষা আগে পরে প্রয়োগ চোখ বুজে কর স্তব'।
বার্তা দিয়ে কোথায় গেল
কোন পথে এই ঘরে এল
গাঁয়ের গন্ধ চিনি আমি মেলেনি সৌরভ
হারিয়ে গেছে এক শ্রাবণে এ ঘরের বৈভব।
অসীম জ্ঞানসাগর
একটি একটি নুড়ি কুড়াই ভরে না অন্তর।
জ্ঞানপিপাসা বাড়তে থাকে
করছি কী সব নজর রাখে
স্বপ্নে দেখি মা এসেছে ভালে শীতল কর
খুবই চেনা চাঁপার গন্ধে পূর্ণ আমার ঘর।
© অজিত কুমার কর