লিমেরিক : গিন্নির ঝাঁজ

বেণুগোপাল বুঝে গেছে মৌন থাকাই ভালো
মুখ খুলতেই ঝাপটা মেরে প্রচন্ড ধমকালো।
যা বলে তাই মেনে চলে
কে পুড়তে চায় রোষানলে
গিন্নির চোখ থেকে বেরোয় যেন লেজার আলো।

লিমেরিক : বাজার আগুন

বেলা বাড়লে এখন মোটেও যাই না ঘরের বাইরে
কেবল আলুসেদ্ধ দিয়ে জল দিয়ে ভাত খাই রে।
চলুক দামের ওঠাপড়া
বন্ড কিনেছে মূল্য চড়া
সুস্থদেহে বেঁচে থাকার আর অধিকার নাই রে।

© অজিত কুমার কর