ঘোড়ার ডিম

ঘোড়ার ডিমের কোপ্তা বানায় মিতা-মুকুল-প্রণতি
পাশে অনুপ-প্রণব-তুলি রান্নাও তাই পায় গতি।
নির্মাল্য-সুবীর-সুধীর
খাবার জন্য বড় অস্থির
ভাতের সাথে মাখিয়ে খেল নিংড়ে লেবু শরবতি।




পক্ষীরাজ ঘোড়া

আমার ঘোড়া অন্যরকম মাটিতে পা রাখে না
আকাশপথে ওর বিচরণ চিঁহি চিঁহি ডাকে না।
বাতাস খেয়ে উদর ভরায়
বেলুন হয়ে ডিম উড়ে যায়
তা থেকে ওর বাচ্চা বেরোয় মায়ের কাছে থাকে না।

© অজিত কুমার কর