লিমেরিক : ঘরেই পুকুরঘাট

রসগোল্লা যেমন ভাসে তেমনি ভাসে খাট
সঙ্গে আলনা, টেবিল ও ফ্রিজ বানভাসি তল্লাট।
একেই বলে প্রকৃতির মার
আমরা সবাই মেনেছি হার
ঘরের ভিতর হাজির এখন আস্ত পুকুরঘাট।

© অজিত কুমার কর