ঘনিয়ে এল দিন
অজিত কুমার কর
পাতার মতো আমিও ঝরে যাব
কখন কবে কীভাবে তা জানি না।
এটুকু জানি সময় বেশি নেই
তার ছিঁড়লে বাজে না আর বীণা।
হরিৎ রং হারিয়ে ফেলে যেই
পত্র বোঝে এবার যেতে হবে
ভূমণ্ডলে অমর কে বা কবে
এখানে আর আমার স্থান নেই।
বিরামবিহীন ঘড়ির তিন কাঁটা
তাল মিলিয়ে শুরু আমার হাঁটা
অদ্যাবধি চলছে প্রতিদিন
জানি না আর চলবে কতদিন।
ঝঞ্ঝা এলে অকালে পাতা ঝরে
মৌন রয় করে না দোষারোপ
ব্যথা বেদনা ওরা সহ্য করে
আমরা বলি তা প্রকৃতির কোপ।
দুর্ঘটনা অতর্কিতে ঘটে
অকুস্থল দূরে সন্নিকটে
হাত বাড়ায় যারা দেখতে পায়
কেউবা বাঁচে কেউ প্রাণ হারায়।
ভূমিকম্পে পৃথ্বী নড়ে ওঠে
এক পলকে স্বপ্ন ধুলিসাৎ
কত জীবন চাপা তৎক্ষণাৎ
নতুন করে আবার কুঁড়ি ফোটে।
© অজিত কুমার কর