গীতিকবিতা : গর্ব পরিহার
অজিত কুমার কর

না যদি মন চায় এসো না তবে কাছে
কাটিয়ে দেবো একা এ জীবন
তোমারে ভালোবাসি বলেছি কতবার
সঁপেছি তোমারেই তনু মন।

কখনও অনুতাপে দগ্ধ হও যদি
অশ্রু ঝরে যাবে নয়নে নিরবধি
দায়ী তো দুজনেই একাকী নয় কেউ
জীবনে ঘটে কত অঘটন।

করে না কেউ ভুল জীবনে বারবার
করেছো হাসিমুখে গর্ব পরিহার
হয়েছে বিবাদের সুষ্ঠু সমাধান
সাক্ষী ঋতুরাজ আড়ালে কুহুতান
সেতারে ভৈরব বাঁশিতে মালকোশ
অচিরেই থেমে গেল আলোড়ন।
তোমারে ভালোবাসি বলেছি কতবার
সঁপেছি তোমারেই তনু মন।

© অজিত কুমার কর