গা ভিজাব বৃষ্টিতে
অজিত কুমার কর

ভোরে যখন পাখনা মেলে পাখিরা রোজ শোনায় গান
তাতেও তোমার মন ভরেনি হৃদয় যেন কাঠ পাষাণ।
মেঘবালিকা বলছি তোমায় করছ না তো কর্ণপাত
মন চায় না রূঢ় কথা বলে তোমায় দিই আঘাত।

মাঠের দিকে তাকিয়ে দেখ ঝলসে গেছে পাটের গা
মাচার ওপর খুবই মলিন রোদের তাপে লাউডগা
ব্যাং ডাকলে নৃত্য কর ডেকে ডেকে মৃতপ্রায়
বৃষ্টি হলেও ডাকবে না আর একটুও নেই শক্তি গা'য়।

কা কা কা ডাকছে না কাক হৃদয় ক্ষতবিক্ষত
কন্ঠ ওদের শুকিয়ে গেছে পুকুর ডোবা শুষ্ক ত।
সকাল থেকেই কাঠফাটা রোদ রাস্তাতেও নেই পথিক
হাসছো না তো মোটেও তুমি কাজটা কী সই করছো ঠিক?

গ্রীষ্ম ঋতু বিদায় নেবে কদিন পরেই আষাঢ় মাস
প্রবাদ আছে ঝরবে বারি করছি না তো অবিশ্বাস।
একটু সদয় হওনা সখী শীতল হবে ভূমন্ডল
দিবাকরও পড়বে ঢাকা বিছাও যদি ওই আঁচল।

রামধনুও দেখতে পাব ভিজবো প্রথম বৃষ্টিতে
চাতকপাখির প্রাণ জুড়াবে ভরিয়ে দেবে সংগীতে।
ঝির ঝির ঝির ঝর ঝর ঝর ঝরবে যখন বরিষণ
দেখে নিয়ো প্রসন্নতা বাউল হবে আমার মন।

© অজিত কুমার কর