ফুটবলে লাথি

সজোরে মেরেছে লাথি লেগেছে কোমরে
এবারে আমারে তোলো খাটের ওপরে।
সারারাত নাজেহাল
পুবদিক হল লাল
মেঝেতে রইল শুয়ে জড়াজড়ি করে।



ধর্মের ষাঁড় খায় ঘুমায়

দশাসই চেহারার ফেলারাম নস্কর
ধর্মের ষাঁড় এক কাজ দিলে আসে জ্বর।
দুটো কাজে দড় বেশ
ওতে তার নেই ক্লেশ
ভোজন ও নিদ্রায় বড় বেশি তৎপর।

© অজিত কুমার কর