এত ভয় পেলে কী চলে
অজিত কুমার কর
মায়ের সাথে হাঁটছি পথে তাইতো ভীতি পগার পার
দুষ্টুরা কেউ নেই এদিকে এখন রাস্তা পরিষ্কার।
কিন্ত একা একা গেলেই জাঁকিয়ে বসে তখন ভয়
কে যে কখন আসবে তেড়ে আতঙ্কে মন ভর্তি রয়।
এইতো পরশু বিকেলবেলা পড়ে আমি ফিরছি ঘর
কিচির কিচির শব্দ হল কিন্ত কোথাও নেই বানর।
সবটুকু রোদ গাছের পাতায় মাটিতে নেই একটুও
তাহলে কী ভূতের কান্ড, খবর তবে নয় ভুয়ো।
কেন যে মা এলো না আজ পরে না-হয় করত কাজ
মেঘ জমলে বলে দিতাম ভূতের শিরে পড়ুক বাজ।
এসব কথা ভাবছি যখন শুনতে পেলাম মায়ের ডাক
কী দেখে তুই ভয় পেয়েছিস যাচ্ছি আমি দাঁড়িয়ে থাক।
নির্ভীকতার পরীক্ষাতে করে গেলি তুই তো ফেল
এটা আমার সাজানো প্লট দেখছি পুরো বেয়াক্কেল।
কে করেছিস কিচির কিচির আর একবার কর তো তুই
বুঝলি এবার, তৈরি করা একে্কবারে তুই ভীতুই।
ও ঠাকুরপো বেরিয়ে এসো, দাঁড়িয়ে কেন চল এবার
কাকুর গায়ে হাত দিবি না সমস্ত দোষ মা'র একার।
রাগ দেখাবার কী আছে বল মুছে ফেল তুই চোখের জল
এখনও তুই ধরে আছিস কীসের ভয়ে মা'র আঁচল।
© অজিত কুমার কর