এটাই বিকাশ

পেটে ভাত নেই এমন বিকাশ ভারতের স্থান একশো সাতে
লজ্জা-ঢাকার কাপড় কোথায় ঢাকতে হবে বাঁশপাতাতে!
নেতার ভাতা ক'জন জানে
সমস্ত ঝোল পাতেই টানে
ভাষণ ঝাড়ে গরম গরম নতুন পোশাক রোজই গা'তে।



মা-বেটার দোকান

পাশাপাশি দুটো দোকান একটা মায়ের একটা বেটার
মা ভাজে রোজ চপ-ফুলুরি বিক্রি ভালোই মোটা রোজগার।
ঠোঙায় ভরে ঝালমুড়ি দেয়
চা ধরিয়ে পয়সাটা নেয়
পঁচিশ কেজি রোজ বিক্রি হয় জমে গেছে ব্যবসা খোকার।

© অজিত কুমার কর