এসো ফিরে আরবার
অজিত কুমার কর
ভারতবর্ষ ঘন কুয়াশায় ঢাকা
দৃশ্যমানতা একেবারে তলানিতে
কে যেন বলল একটু ওদিকে তাকা
এখন কে এলো ঘোড়ায় আচম্বিতে?
বিস্মিত আমি হাজির জন্মদিনে!
সেনার পোশাক সারাটি অঙ্গজুড়ে
কণ্ঠ শুনেই নিমেষে ফেলেছি চিনে
পলক পড়েনি সহসাই গেল উড়ে।
বিপ্লবী যারা তারা অবিনশ্বর
সূক্ষ্মদেহেই সকলে বিদ্যমান
কত যন্ত্রণা সয়েছে নিরন্তর
পারিনি তো দিতে যথোচিত সম্মান।
এই দুর্দিনে তোমাকেই প্রয়োজন
ভারতবাসীর এটাই অভিপ্রায়
ছদ্মবেশেই নিশীথে নিষ্ক্রমণ
সমগ্র দেশ আরবার পেতে চায়।
ঘটেনি সেদিন বিমান দুর্ঘটনা
মিথ্যা প্রচারে বিস্মিত দেশবাসী
আখের গোছাতে সম্পূর্ণ রটনা
দুর্বৃত্তের আড়ালে অট্টহাসি।
© অজিত কুমার কর