এসো ওড়াই সাদা পায়রা
অজিত কুমার কর
মানুষ মারার চলছে খেলা, গাজায় এবং ইউক্রেনে
হত্যালীলা ক'রছ পালন অতর্কিতে আঘাত হেনে।
হাসপাতালেও ছাড় পেল না গুঁড়িয়ে দিলে বোমা মেরে
রক্তে রাঙা শিশুর দেহ মা-বাবাকেও নিলে কেড়ে।
মারছ যাদের তাঁরা যদি আপন পুত্র কন্যা হত
কিংবা আপন জায়া হলে হতো নাকি বক্ষে ক্ষত?
গৃহহারার চোখের জলে ডুবে গেলে এই পৃথিবী
মনে হবে এভারেস্টও জেগে থাকা একটা ঢিবি।
মানুষ হয়েও সহিষ্ণুতা মনুষ্যত্ব জলাঞ্জলি
তোমরা সত্যি আজব প্রাণী নররক্তে খেলছ হোলি।
আমজনতার দেওয়া ভোটে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি
তাঁরা তোমায় দেয়নি বলে মানবজাতির ক'রতে ক্ষতি।
অর্থবলে বলিয়ান দেশ সমরাস্ত্রের ঝনঝনানি
নেতারা কি ভুলেই গেছে বুদ্ধদেবের শান্তিবাণী?
স্বৈরাচারী মনোভাবের দিতে হবে মাসুল কড়া
মানবশূন্য হয়ে যাবে এই ধরিত্রী সসাগরা।
এবার যুদ্ধ বন্ধ করো সমাধানের পথ এটা নয়
মীমাংসা হোক আলোচনায় মানুষ বলে দাও পরিচয়।
নিন্দার ঝড় বিশ্বজুড়ে 'তোমরা ঘাতক' বলছে সবাই
এসোনা আজ সবাই মিলে একটা সাদা পায়রা ওড়াই।
© অজিত কুমার কর