এসেছে বসন্ত
অজিত কুমার কর

ফুলের ভারে অবনত
সরু সরু সজনে ডাল
বাতাসের বেগ বাড়ছে যত
ওরা তত টালমাটাল।

আর ওদিকে শিমুল গাছে
অজস্র ফুল সব রঙিন
গোরুগুলো চরছে মাঠে
রাখাল বসে বাজায় বীন।

ফাগুন এলে আগুন লাগে
রেঙে ওঠে পলাশবন
ওই উত্তাপ হৃদয় রাঙায়
উড়ুউড়ু মন তখন।

ঋতুরাজের মন ভোলাতে
কুহু কুহু সব কোকিল
লাগুক-না রং একটু গা'য়ে
খুলে ফেল ঘরের খিল।

বসন্তকাল এলেই আনে
সাথে করে হরেক রং
রজনি-বেল-বেগমবাহার
সুরভিত প্রেম এবং।

© অজিত কুমার কর