এসে গেলে নির্বাচন
অজিত কুমার কর
দুর্নীতিপরায়ণ যদি নেতা হয়
তবে ভোট দেবে কাকে, ভেবে দিশাহারা
তঞ্চকে ভরে গেছে আমাদের দেশ
চায় না প্রার্থী হতে সজ্জন যারা।
কারচুপিতেই ভরা এদেশের ভোট
স্বচ্ছতা নেই মোটে ধরা মুশকিল
ক্ষমতার স্বাদ যারা একবার পায়
ছলে-বলে-কৌশলে কার্য হাসিল।
দিনের আলোয় ওরা লুট করে ভোট
ক্ষমতায় এসে গেলে চুরি ভূরি ভূরি
যা লোটার লুটে নেয় পাঁচ বছরেই
দোষত্রুটি ঢাকা দিতে চলে কারিকুরি।
নির্বাচনের দিন ঘোষিত হলেই
নেতারা বেরিয়ে পড়ে হাতজোড় করে
ভোটটা আমাকে দিন করে দেব সব
বিনয়ের অবতার যেন পা'য়ে ধরে।
অর্থ বিলিয়ে ওরা মন করে জয়
প্রতিশ্রুতির বান তাও নয় কম
যেনতেনপ্রকারেন ভোটটা যে চাই
ঘরে ঘরে যাতায়াত চলে হরদম।
যেই যায় লঙ্কায় সে হয় রাবণ
একথা জনতা জানে, করে নাকো ভুল
কাকে দেবে সব চোর তবু দেয় ছাপ
পরিবর্তন চাই এবারে আমূল।
© অজিত কুমার কর