এসে গেছি
অজিত কুমার কর

আসব কবে গুনছিলে দিন আজকে গোনার শেষ
দরজা খুলে বাইরে এসো কমিয়ে দেব ক্লেশ।
সূর্যকে আজ দিলাম ছুটি নিক ও একটু দম
একনাগাড়ে রোদ ঢেলেছে কঠিন পরিশ্রম।

হাপিত্যেশ করবে না আর শ্রমিক-চাষিভাই
চষবে জমি, বীজ বুনবে আর ফুরসত নাই।
চারাগাছের সবুজ পাতা নাচবে বরষায়
তরতরিয়ে উড়বে বেড়ে দখিনা হাওয়ায়।

কত নৌকা ভাসিয়ে দেবে শিশু ও কিশোর
মুশলধারায় নামবে যখন বর্ষা ঘনঘোর।
নাইবা পেল কেয়াপাতা ওতেই দেবে ফুল
স্রোতের টানে এগিয়ে গেলে খুশিতে মশগুল।

ফুটবে কদম, ফুটবে কেয়া কামিনী-বেল-জুঁই
লকলকিয়ে এগিয়ে যাবে জলকলমি-পুঁই।
মিলবে এবার অফুরন্ত রূপোলি ইলিশ
হরেকরকম পদের সাথে ভাজা দু'চার পিস।

তখন যদি বেজে উঠে কবিগুরুর গান
হলপ করে বলতে পারি জুড়িয়ে যাবে প্রাণ।
রিম ঝিম ঝিম, টুপ টুপ টুপ ঝরার নেই বিরাম
পড়বে ঝরে আমার সাথে খেজুর-কালোজাম।

© অজিত কুমার কর