এমন পাত্র পাবে কোথা
কত ঘটক এল গেল সবাই হল ব্যর্থ
আইবুড়ো-নাম রয়ে গেল বৃথা খরচ অর্থ।
ট্যারা-টেকো-নাকটা ভোঁতা
এমন পাত্র পাবে কোথা
ছিল অঢেল ধনদৌলত সুখ পেত অব্যর্থ।
ঘটকালি-ফি কত
ডানাকাটা পরি পাবে ঘটকের ঝুলিতে
হৃদয় ভরিয়ে দেবে সুমধুর বুলিতে।
হলে জোটবন্ধন
চাইবে প্রচুর ধন
হাসিতে ভোলে না ভবি নয় কোলাকুলিতে।
© অজিত কুমার কর