একটু দরাজ হলে
অজিত কুমার কর
মাঘের শীতকে বাঘ ভয় পায় মানুষ তো কোন ছার
জল দেখলে জল-আতঙ্ক সিনান পরিহার?
তাতেও আবার বিপদ ভারী খারাপ মনমেজাজ
বাধ্য হয়ে ঝাঁপ দিয়ে তাই স্নানটা সারি আজ।
পুকুরের জল বেজায় ঠান্ডা গা-সেঁকা দরকার
উনুন ছাড়া এমন উত্তাপ কে জোগাবে আর?
কাঁপুনিটা থামল এবার পেটে ছুঁচোর ডন
উনুনধারেই চাটায় বসে চলে সুখ-ভোজন।
যাদের আছে উলের পোশাক তাদেরই আহ্লাদ
দীনদরিদ্রের চরম অভাব গ্রাস করে বিষাদ।
তাই তাঁরা চায় শীত না-পড়ুক এসে যাক ফাল্গুন
শীত তাড়াতে সহজলভ্য একমাত্র আগুন।
ভারতবর্ষের উত্তরাংশে হাড়হিম-করা শীত
দক্ষিণাংশ বেশ মনোরম আনন্দ-সংগীত।
জন্মেছি এই সোনার বাংলায় তাই এত দুর্ভোগ
গভীর নিম্নচাপেও ঘটে প্রাকৃতিক দুর্যোগ।
এর হাত থেকে কোনও জীবের নেইকো পরিত্রাণ
এত কষ্ট সহ্য করেও দেহে অটুট প্রাণ।
যাদের ঘরে অনেক পোশাক বদলায় হরদম
তাঁরা একটু দরাজ হলে কষ্ট হত কম।
© অজিত কুমার কর