এক হতভাগ্য নারী
অজিত কুমার কর
লুন্ঠিত হল সম্ভ্রম সম্মান
আর পাঁচজন নারীর যেটুকু থাকে
তার চেয়ে বেশি বাড়তি কিছুই নেই
এই দেহ মন এ তো বিধাতার দান।
পুরুষ মেতেছে নারীর সর্বনাশে
নারী হওয়াটাই হয়েছে আমার কাল
ঘরের বাইরে নেই নিরাপদ স্থান
জানি না বিপদ কখন কীভাবে আসে।
ক্ষুদ্র জীবনে বারে বারে লাঞ্ছিত
করিনি প্রকাশ জমে আছে সব বুকে
জানাজানি হলে বাইরে বেরোনো দায়
দেখলে বলবে এ নারী কলঙ্কিত।
বিশ্রাম নেই সারাদিন কাজ করি
মৃত্যু হলেই মিলবে পরিত্রাণ
এভাবে আসবে ভাবিনি কখনও আগে
চরম বিপদে শুধু মা'র নাম স্মরি।
হিংস্রতা নেই শ্বাপদের চোখে মুখে
কিন্তু মানুষ ভীষণ ভয়ঙ্কর
হঠাৎ কখন লুটে নেবে সম্পদ
প্রাণ কেড়ে নিয়ে বিবরে যাবেই ঢুকে।
© অজিত কুমার কর