ইদের বার্তা
অজিত কুমার কর
মানবিক মুখ দেখে খুশি হন আল্লা
ভণ্ড জাহির করে পরে আলখাল্লা।
দেখেই বোঝেন সব তিনি বড় জহুরি
কারা কারা সজ্জন আর কারা মুহুরি।
সহনশীলতা নেই মানবের চিত্তে
যেনতেনপ্রকারেণ চায় শুধু জিততে।
বঙ্গ ভঙ্গ হল ধর্মই ভিত্তি
ইতিহাস বলে ওটা কূট মনোবৃত্তি।
ইদ আসে ইদ যায় নিদ্রিত সত্তা
আমোদপ্রমোদ শুধু ক'রে জীবহত্যা।
বাসা বাঁধে এ শরীরে ক্ষতিকর শক্তি
কেড়ে নেয় শুভবোধ আর প্রেম-ভক্তি।
'নিজেকে শুদ্ধ কর', ইদ দেয় বার্তা
তবেই রইবে সুখে, দায়িত্ব কার তা?
আমাদের সকলের, নেব সংকল্প
রেখে যাব অবদান হোক যত স্বল্প।
ইদ মোবারক ভাই বাড়ালাম হস্ত
মিতালি সুদৃঢ় হবে, করি আশ্বস্ত।
প্রেম-প্রীতি-ভালোবাসা জীবনের ধর্ম
দেহে প্রাণ যতদিন কর সৎকর্ম।
© অজিত কুমার কর