দুঃসময়

দিনমণি অস্ত গেলেই ছেয়ে আসে অন্ধকার
এই অঞ্চল পাতালপুরী ঝিকিমিকি নেই তারার।
রাত্রিতে তাই অজ্ঞাতবাস ক্লান্ত দেহ অবশ মন
কোনও কাজেই মন বসে না ছিঁড়ে গেছে বীণার তার।

© অজিত কুমার কর