দুর্নীতির কালো মেঘ
অজিত কুমার কর

সুবিচার চাই এমন স্বপ্ন এখন দেখি না আর
যাদের ওপর তদন্তভার তারা তো নির্বিকার।
যত দুর্নীতি চাপা পড়ে যায় শাসকের ইশারায়
পদাধিকারীর বাড়বাড়ন্ত ওদের আশকারায়।

মোমের শিখার আলো অতি ক্ষীণ তমসা হয় না দূর
যারা দুর্জন সেই সুযোগেই কুকর্মে মজবুর।
শাসকের সাথে রয়েছে ওদের সুনিবিড় যোগাযোগ
ওদের দাপটে আমজনতার বেড়ে যায় দুর্ভোগ।

মিথ্যার 'পরে দাঁড়িয়ে জগৎ সত্যের নাই ঠাঁই
শপথবাক্য ফুৎকারে ওড়ে যেরকম উড়ে ছাই।
যারা আমাদের দেশটা চালায় মানে না সংবিধান
সঠিক তথ্য করে না প্রকাশ প্রত্যাশা খানখান।

শ্রীচৈতন্য, সুভাষচন্দ্র কোথায় হারিয়ে গেল?
দেশের মানুষ বিশ বাও জলে কত দল গেল এল।
কত অন্যায় ঘটে প্রত্যহ রাখে না কেউ সে-খোঁজ
ক্ষমতায় যারা মিথ্যা বলছে ভূরিভূরি রোজ রোজ।

© অজিত কুমার কর