দুর্নীতির আঁতুড়ঘর
অজিত কুমার কর
ললাটে কি লেখাই ছিল ধর্ষণের পর খুন
এই সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘুণ।
বেরোলেই বুক দুরুদুরু কুঁচকে ওঠে নরের ভুরু
হারিয়ে ফেলে সকল সত্ত্বগুণ।
নরের মতোই নারীও চায় চিহ্ন রেখে যেতে
অতর্কিতে খুবলে খায় শকুন।
নারীর নিরাপত্তা দিতে ব্যর্থ প্রশাসক
তার মদতে চ্যালারা ধর্ষক।
এই অভিমত অমূলক নয় দুর্বৃত্তকে কে না পায় ভয়
মুখ বুজে রয় ছাত্র গবেষক।
কেউ কেউ পাশ পরীক্ষাতে প্রচুর অর্থ দিয়ে
ফাঁদা আছে দুর্ভেদ্য এক ছক।
প্রতিষ্ঠানে ঘুঘুর বাসা কে এর রিংমাস্টার?
সবাই জানে কে সহায়ক তার।
যথেচ্ছাচার চালিয়ে গেছে চ্যালা জোগাড় বেছে বেছে
কার মদতে দুষ্কর্ম বারবার?
পারবে কি কেউ ভেঙে দিতে এমন ঘুঘুর বাসা
পারলে পাবে 'শাবাশ' পুরস্কার।
© অজিত কুমার কর