দূরে ছিলাম ভালো ছিলাম
অজিত কুমার কর
জন্মাবধি যে কল্পনার জাল বুনেছি আমি
এক লহমায় মিশল ধুলায় যা ছিল খুব দামী।
কেন এমন হবে কালিমা গৌরবে
যে ছবি মনমুকুরে আঁকা মিলল না বাস্তবে
সুন্দরী নয় মোটেও শশী ভাবব এবার তবে।
আনন্দ নয় দুঃখ হচ্ছে আঘাত ভাবাবেগে
এতদিন ওর রূপলাবণ্যে কেটেছে রাত জেগে।
ভুল করেছি গিয়ে ভাবনা ওকে নিয়ে
না হলে হত না মলিন, রাখত ও জাগিয়ে
কত কাব্য সৃষ্টি হত শুধু ওকেই নিয়ে।
দূরে ছিলাম ভালোই ছিলাম হয়নি কোনও ক্ষতি
ছুঁতে গিয়েই ঘটল বিপদ বেড়েছে দুর্গতি।
চিড় ধরে বিশ্বাসে পেতাম ওকে পাশে
ভাসছে কত গ্রহ তারা ঊর্ধ্বে নীলাকাশে
ওদেরও কী এমনই রূপ, প্রকাশ দীর্ঘশ্বাসে।
কলম যেন চলছে না আর লিখতে গেলেই থামে
ভাবছি কদিন আসব ঘুরে শৈশবের সেই গ্রামে।
মুক্ত বাতাস পাব মায়ের রান্না খাব
ক্ষেতের সরু আইল ধরে খালি পা'য় বেড়াব
না যদি সান্ত্বনা মেলে হিমালয়েই যাব।
© অজিত কুমার কর