দৌরাত্ম্য

প্রেতাত্মারা ঘুম কেড়েছে জাগরণে কাটছে রাত
যখনি ঘুম জড়িয়ে আসে সুড়সুড়ি দেয় তৎক্ষণাৎ।
স্মরণ করব সকাল হলে
একটু ঘুমোই যাওনা চলে
হেসে হেসে বলল ওরা শীঘ্র হবে রাত প্রভাত।

© অজিত কুমার কর