দিশারি প্রাতঃকাল
অজিত কুমার কর
এ মনপাখি উড়ে বেড়ায় নতুন আলোর সন্ধানে
কে দেখাবে পথের দিশা তার ঠিকানা কে জানে?
এখনও তো পায়নি তাকে খোঁজার কোনও বিরাম নাই
ও ছাড়া যে আমি অচল তাইতো মনের সঙ্গে যাই।
এই পৃথিবী খুব ছোটো নয় আছে নদী-পাহাড়-বন
মনের সাথে পাল্লা দিতে পরিশ্রান্ত হই ভীষণ।
মনবিহঙ্গ ছটফটে খুব স্থির থাকে না একটুও
পাল্লা দেওয়া বেজায় কঠিন উড়তে খুবই পটু ও।
স্বপ্ন দেখতে ভালোবাসে দেখেও এ মন প্রত্যহ
জাগরণ বা সুপ্তি যখন কমে না ওর আগ্রহ।
আমার সাথে যোগসূত্র মাঝে মাঝেই ছিন্ন হয়
অপরাধবোধ তখন জাগে, মন তা বুঝে মৌন রয়।
হাল ছাড়ে না ভীষণ জেদি চেষ্টা চালায় নিরন্তর
কে দেবে কে দেবে দিশা ভাব বিনিময় পরস্পর।
নতুন ভোরের নতুন আলোয় মিলতে পারে সমাধান
ওর কথাতেই সায় দিয়ে দিই খাড়া ছিল আমার কান।
চব্বিশ সাল শুরু হতে আর তো মাত্র ঘন্টা দুই
নতুন আশায় বুক বেঁধেছি ফুল ফোটাবে কার হাউই।
নতুন সূর্য উঠবে এবার হচ্ছে পুবের আকাশ লাল
মন বলল আমরা যা চাই দিশা দেবে প্রাতঃকাল।
© অজিত কুমার কর