দীপের শিখায় মা
অজিত কুমার কর
সন্ধে হলেই প্রত্যহ যেটা করি
চোখ দুটি বুজে তোমাকেই মা গো স্মরি
ভাবি চুপচাপ কত ছবি ভেসে ওঠে
উঠোনে যেভাবে সন্ধ্যামালতি ফোটে।
একটা প্রদীপ টিমটিম করে জ্বলে
কম্পনহীন শিখাটি আমারে বলে
'মা রয়েছে পাশে ভাবনা কীসের অত
শুধু প্রতিদিন শুভ কাজে থেকো রত'।
চোখ খুলে দেখি প্রদীপের তেল শেষ
নিভে গেছে দীপ করিনি হাপিত্যেশ
এভাবেই ঘটে জীবনের পরিণতি
ধরে রাখা দায় রুঢ় বাস্তব অতি।
তবু তো স্বপনে রোজ মা'র দেখা পাই
খোঁজ নেয় সব সারাদিন কী কী খাই
আকাশ যখন পলাশের রঙে রাঙে
প্রভাতে তখন আমার নিদ্রা ভাঙে।
জীবনের দীপ নিভে যাবে এভাবেই
যদি ফের আসি যেন মা তোমাকে পাই
আকাশ রঙিন সূর্য এখন পাটে
শুচি হতে তাই নেমেছি পুকুরঘাটে।
© অজিত কুমার কর